মনের মতো মন খুঁজিতে
নানা জায়গায় যাওয়া,
অস্থিরতা মন দুলে দেয়
বে-খেয়ালি হাওয়া ।
মানবী নয় মন পেতে চাই
ভিতরে যার সাদা,
বাবা, চাচা মামায় খোঁজে
আরও খোঁজে দাদা ।
মনের আশা পূরা হল
আশাপুরে গিয়া,
বাগজানেতে সুইটি পেলাম
লাল ভাইয়েরে দিয়া ।
মেয়ে তো নয় মনের রানী
মন পাগলি যশ,
গোমড়া মুখের চাহুনিতে
এক পলোকেই বশ ।
যা চেয়েছি তাই পেয়েছি
বন্ধু প্রিয়জন,
সুজনের ঐ রহমতে
মনের মতো মন ।