আত্মা আমার সদা বেকুল
নিজ সত্ত্বার পানে চেয়ে,
ইহলোকের কর্ম কলের
মানব গাড়ি বেয়ে ।
যে গাড়িটি চলছে ভূয়ে
যাত্রী আমি একা,
চলতি পথে খুঁজে বেড়াই
পাইতে তারি দেখা ।
চলছে গাড়ি জনম ভরে
সৃষ্ট এই ধরায়,
পুণ্য আত্মা পাপিষ্ঠ হয়
নিষিদ্ধ ক্রিয়ায় ।
আত্মার জন্য আত্মা কাঁদে
শুদ্ধ আত্মা দ্বয়ে,
আত্মারা সব বেহুশ যেন
মূল সত্ত্বার মোহে ।