লক্ষি সোনা চাঁদের কনা
আমার বাবু সোনা,
এক দুই তিন করে
যাচ্ছে দিন গুনা ।
বাবু সোনা বড় হচ্ছে
হাটি হাটি পা,
দেখে দেখে করছে বাবু
আমি করি যা ।
এই ভাবেতে শিখছে যেন
বাবুর মনের খেয়াল,
বাবুর সুখে আমি সুখি
যেন মধু ভরা পেয়াল ।
বাবু সোনা বড় হয়ে
করবে দেশ জয়,
সোনার মুখের হাসি দেখে
মনে যে তাই হয় ।
বাবু আমার আশার গাছ
মনে আছে বোনা,
সফল বেশের প্রতিক হয়ে
আমার বাবু সোনা ।