রিতি নীতি গতি বিধি
আছে সবি দেশের মধি,
প্রশাসন দেয় করিয়া
আইনে পাই পড়িয়া ।
আইন নামে বে-আইনি
সব খানে যায় রহিয়া,
প্রশাসনের সবার কাছে
দিব্বি যায় তা বহিয়া ।
দুর্নীতির ঐ মরন ধাবায়
বিবেক মন যায় মরিয়া,
লোভ-লালসা উঠে যখন
মনের মাঝে গড়িয়া ।
আইনের ঐ মসনতে
বসে আছে যারা,
নিজের খুশি মিটাইতে
বে-আইনি করে তারা ।
খারাপ কাজে আছো তোমরা
ভাল কাজে নাই,
তোমাদের সব কাজের মাঝে
আমি দেখতে পাই ।
একদিন তোমারা পড়বে ধরা
পাইতে হবে ভীতি,
সেই দিন হতে শেষ হবে সব
তোমার দুর্নীতি ।