বন্ধু তুমি কোথায় থাকো ?
কোথায় তোমার বাস ?
শুনেছি তুমি আমার দেহেই
চালাও শ্বাসপ্রশ্বাস,
থাকো তুমি অন্তঃপুরে
আমার এ হৃদয় ঘরে ।
এই ঘড়েতে জ্বলবে প্রদিপ
যতদিন তোমার উপস্থিতি,
রঙ্গিন এই দুনিয়াতে আদম দেখো
গড়ে যায় কত স্মৃতি ।
যে দিন তুমি যাবে ছেড়ে
শূন্য খাঁচা রবে পরে,
মাটির এ ঘর বিলীন হবে
মাটিরও ভিতরে ।
রিক্ত জ্ঞানী শফিক বলে
মরিবার পরে,
থাকিতে যেন পারি বন্ধু দয়াল
তোমারি উদরে ।