রাস্তাঘাট আর অফিস পানে
ভোগ বিলাসী মোহের টানে,
নিজেকে গড়তে যেন
অন্যকে পিছন রেখে,
পাল্লা দিয়ে চলছে তারা
মুখোশ পড়া মানুষ দেখে ।
ওদের গড়া রোষানলে নলে
পড়ছে গিয়ে যারা,
মোটা অংকে দাম দিয়ে তাই
নিঃস্ব হচ্ছে তারা ।
দেয়া-নেয়ার মাঝে ওরা
একই পথের পথিক,
হাদিস কোরআন পড়ে দেখো
কোনটাই নয় সঠিক ।
ইচ্ছা আর অনিচ্ছার দায়
লোকে তা দেখিতে পায়,
অধিক আশা মনেতে যায়
লোভের বশে মানুষ তা খায় ।
মানুষ নামে ভন্ড ওরা
এক ধরনের চোর,
স্বভাব দোষে নাম হল তাই
ওরা ঘুষ খোর ।