আশা ছিল ভালবেসে
আঁকড়ে থাকি পাশে,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
মায়া মমতা আসে ।
আশা আমার নিরাশ হল
গুপ্ত বুলি সঙ্গ দিল,
আশার ঘরে ফাকা বুলি
মনের মাঝে করল গুলি ।
ব্যর্থ আমি একবারে নয়
দুই, তিন করে চারবারে হয়,
মন ভেঙ্গে যায় স্বজন বেথায়
পন করি আমি হেথায় ।
মনকে আমি বলি যে তাই
জিদ্দি, মনে দিলাম ঠাই,
দেখব এর শেষ কত দূর
যেতে যদি হয় অচিন পুর ।
যাব সাথে ভাঙ্গা মন
দেখব সেই অচিন সুজন,
ক্রোথ সাথে সারা জীবন
সাথে নিয়ে জিদ্দি মন ।