মানুষ কি জাত এই ভবেতে
বলে আমার দিল রবেতে,
আসে সব এক পথেতে
মূল পরে রয় রুহানিতে ।
ধরার সব ধর্ম মতে
নাম দেয় সঙ্গ জাতে,
হিন্দু মুসলিম, বুদ্ধ খ্রীষ্টান
সবারই রয় পিছু টান ।
আসছো যেমন যাইতে হবে
না ফেরার ঐ পথেতে,
কখন যে ডাক পরে যায়
কে জানে কার কবেতে ।
জাত জাত, জাত বলে ভাই
করো কেন তোমরা বড়াই,
খোলো ঐ মনের দুয়ার
দেখে নাও কি জাত তোমার ।