মানুষে মানুষে ভরা
দুনিয়ার ভিতর,
এই মানুষে সেই মানুষ কই
যার পবিত্র অন্তর ।
ঐ অন্তরে বার্তা আসে
মানব সেবাতে,
পাপিষ্ঠ সব রাস্তা হতে
সত্য হেদায়েতে ।
হাজার মানুষ ভিড়ে আমি
সেই মানুষটা খুঁজি,
চিনতে দয়াল কৃপা কর
যেন দেখলে তারে বুঝি ।
নামের মানুষ আছে দেখো
যুক্তিবিদ্যায় ভরা,
লোভ-লালসার মোহে সবে
হিংসা বিদ্বেষে গড়া ।
ভেবে তাই মন কেদে যায়
মাটির খাঁচায় আমি ফানুস
খোদা আমার মন করে দাও
মানব সেবায় ধন্য মানুষ ।