ভাব তুমি উদয় হলে
সেভেন পড়ুয়াতে,
ভাবের রানীর হাতের লিখায়
ঐ চিঠির ভাষাতে ।
অষ্টমেতে পড়তে তুমি
ভাব জ্ঞানে ভরা,
ছোট বলে হয়নি সাহস
তোমার ভাবের রাজা গড়া ।
ভিন জায়গায় পারি দিলার
আমার অষ্টম পড়া শেষে,
বছর দুয়েক পরে শুনি তুমি
রানী হয়ে অন্য রাজার দেশে ।
ভাব তুমি এলে আবার
কলেজ পড়ুয়াতে,
আমার ভাবও জড়িয়ে গেল
তোমার ভাবের সাথে ।
দিন ক্ষণ দেখে তোমায়
আনার ফরিয়াতে,
আনন্দ আর উল্লাসে কাটে
বছর খানেক তাতে ।
হঠাৎ একদিন শুনতে পেলাম
তোমার বিয়ের খবর,
সেই থেকে হয়ে গেলো
দ্বৈত ভাবের কবর ।
ভাবতে ভাবতে গড়ে নিলাম
নিজের গ্রাজুয়েশন,
চাকরী পেয়ে মন দিলাম তাই
বিয়ের ভাবে ভীষণ ।
ঘুরে ফিরে ক্লান্ত আমি
রাস্তা যেন বাকা,
শত লোকের ভিড়ে তখন
পাইতে তারি দেখা ।
অবশেষে পেয়ে গেলাম
পুরন হল আশা,
মনের মত মন মিলিল
আমার ভালোবাসা ।