ধর্ম যাহার উত্তোরশোরি
বাব-দাদার কর্মে বয়,
মনে রেখো জন্মেতে নয়
তোমার কর্ম ক্রিয়ায় হয় ।
ধর্ম তোমার বহির্প্রকাশ
কর্ম তোমার সব,
কাজে কর্মে ঠিক থাকিলে
জিন্দা রয় দিল রব ।
মানব প্রেমে ডুবে দেখো
কে-বা হিন্দু মুসলমান,
চিনতে তুমি পারলে তারে
গাইতে তাহার শান ।
ধর্ম ভেদে নানান মানুষ
দুনিয়াতে ভরা,
এক মহাজন বানিয়েছে
দিল খুলে দেখ তোরা ।
ধর্ম নামের ফুল ঝুড়িতে
নানা জাতের ওরা,
সময় কলের প্রবর্তনে
শিশু কিশোর বুড়া ।
ভালোবেসে সব মানুষে
ধর প্রেম গানের তাল,
বিধাতার মায়ায় গড়া
ধর্ম প্রেমের জাল ।