নিয়তি তুমি বড়ই অসহায়
দুর্বলদের কাছে,
যত্ন পানি দেওয়ার পরেও
যেন ফল ধরো না গাছে ।
যাহা হউয়ার তাই হয়েছে
কপালে যা আছে,
সাহসীরা জয় করে তাই
খুশির নাচন নাচে ।
মনের জোর বড় সাহস
জেনে রাখো ভাই,
দুর্বলেতে মন ভেঙ্গো না
আমি বলি তাই ।
ধনী লোকে ছিনিয়ে নেয়
গরীব বলে নিয়তি দেয়,
স্থান কাল পাত্র ভেদে
তুমি আসো সারি বেধে ।
যে যেভাবে দিলে ভাবে
কর্ম গুনে তোমায় পাবে,
মরুতে সেই জমজমের জল
দেখো ঐ নিয়তির ফল ।