সুখ তুমি কি ?
বড় জানতে ইচ্ছে করে,
নৃ – রা সব খুঁজে বেড়ায়
এই বসুধার তরে ।
মনের কোনে ইঙ্গিত এলো
প্রেম সাধনার পরে ।
সুখ তোমায় চাই না আমি
এই দুনিয়ার মোহে,
ঐশী প্রেমের টানে আমার
প্রেমিক হৃদয় দহে ।
সুখ তোমায় চাই না আমি
নিজ মনের এই ঘরে,
নিদানেতে ধরা দিও
প্রয়ান এর পড়ে ।
সুখ তুমি এসো এই পৃথ্বীতে
শেষ ঘুমানোর পরে,
যেই খানেতে জ্বলব আমি
পুলসিরাতের ডরে ।
ঐ খানেতে এসো সুখ
তোমার আপন মনে,
যেই খানেতে রইব একা
এই অধমের সনে ।