নিঃস্ব আমি
মিসকিন আমি
প্রেমের ভিখারী,
আশিক হয়ে
তার খোঁজেতে
ছেড়ে ঘর বাড়ি ।
ইট কাঠের এই
ঘর গুলতে
অহংকারে ভরা,
যশ মান আর
ধন খুঁজিতে
সদাই পাগল ওরা ।
আমি এ সব
চাই না দয়াল,
কাঙ্গাল হয়ে
আমি বে-হাল ।
সব ছেড়ে আজ
রিক্ত হাতে
তোমার পূজারি,
তোমার খোঁজে
আলোর পথের
প্রেম ভিখারী ।