দিল কাবাতেও পড় নামাজ
শুধু মসজিদেতে নয়,
অহের পাঁচ ভাগেতে পরেশ রহে
যখন শ্রোদ্ধা ভক্তি, সিজদা হয় ।
দিল কাবাতে অলয় বেসে
মনিপুরের দুরও দেশে,
ঐ খানেতে আছে সে যে
দিলের মালিক সাঁই,
অন্ত চক্ষু খুলে দেখো
দেখতে পাবে ভাই ।
শরিয়ত আর তরিকতে
আরও আছে হকিকতে,
সমুদ্রের ন্যায় মারফতে
সব তরিকায় বিরাজ করে,
মনুষ্যেতে বলে যাই ।
সব ঐ এক মালাতে
বিনি সুতোয় গাথা আছে,
একটা বিনে অন্যটাতে
পরেশের না হাল বাচে ।
চার সাজেতেই সাজো মানুষ
এই অধমে বলে তাই,
একটা সাজে থাকলে কেহই
সাঁইর দেখা না পাই ।