মানুষ নামের মানুষ আছে
সমাজ ভরা ভাই,
মানব প্রেমে মৃত তোরা
অন্তরে প্রেম নাই ।
কত জনের আচারনে
আমি দেখতে পাই,
স্বার্থ লোভে পরে তোরা
করছো খাই খাই ।
পাশাপাশি থাকো তবু
মনেতে নাই মিল,
ভালোবাসা মরে গেছে
মরে গেছে দিল ।
কেমন সমাজ গড়লি তোরা
ওরে অবুঝ ভাই,
কাজে কর্মে প্রতিক্ষণে
হিংসা দেখতে পাই ।
ভাই ভাইয়েতে দন্ড করে
গড়লি দুই সমাজ,
দুই নীতিতে ঘুরে বেড়াও
মনেতে নাই লাজ ।
কাছের ভাইকে দূরে রেখে
যাও ঈদের মাঠে,
ঈদের বাজার কর দেখো
সবাই একই হাটে ।
সবই চলে একই সাথে
নামাজ কেনও নয় ?
রাগ অভিমান ভুলে যেন
একই সমাজ হয় ।
ঐ আশাতে শফিক ভাবে
ভাবে বছর, দিন, মাস,
কখন যেন মরে যাব
ছেরে শেষ নিঃশ্বাস ।
মনের আশা পুরন হবে
হিংসা বিদ্বেষ দূরে রবে,
সকলের কাছে আমার
এই আহব্বান,
ঐ আশাতে রক্ষা পাবে
বাপ-দাদার সম্মান ।
এক সাথে সাজবো আবার
নতুন খুশির সাজ,
পুরান সমাজ গড়ব আবার
ভেঙ্গে দুই সমাজ ।