উচিত কথা বলা যায় না
ভন্ড মাদবরদের দয়ে,
দুর্বলেরা সয়ে যায় তাই
মার খাইবার ভয়ে ।
উচিত কথা বলা যায় না
গুন্ডাগো ডরে,
অন্যের ক্ষতি করে তারা
নিজের গোলা ভরে ।
উচিত কথা বলা যায় না
বদমাইশের তরে,
কখন যেন ঢুইকা পরে
পর রমণীর ঘরে ।
উচিত কথা বলা যায় না
চেয়ারম্যানের কাজে,
উইনিয়নে আটকে দিবে
আইনি প্যাচের মাঝে ।
উচিত কথা সয় না যেন
কোন মানুষেতে,
তিক্ত হয়ে আসে সে যে
বীরের বেশেতে ।
উচিত যাহা তোমায় বুঝি
আমার মাঝে পাইতে খুঁজি,
উচিত হয়ে এসো
যাহা আমার বরাতে,
উচিত হয়ে প্রকাশ পেতে
আমার উচিত কথাতে ।