দয়াল তুমি কৃপা কর
অবনীর দ্বার হতে
এই ভব নদী পাড়,
যেই নদীতে ডুবে আছে
মূল হতে আজ
নর এর সংসার ।
এই নদীতে পরে আছি
প্রেম বেথা লয়ে,
নিত্য পাপের অলীক টান
হৃদয়ে যায় বয়ে ।
এই নদীতে কত মানুষ
প্রেমের খেলা খেলে,
যেই প্রেমেতে আমানত শাহ
নৌকা বানায় হাতের রুমাল মেলে ।
নশ্বর ধরা এই ভব নদী
হাজারো মাখলুকে ভরা,
সেরা মাখলুখ আশরাফুল
ঐ কুরআনেতে পড়া ।
ভব নদী সাঙ্গ যেন
ইন্দ্র মায়ার জাল,
সময় থাকতে উরাও তোমার
পুণ্য প্রেমের পাল ।