যদি একদিন আকাশ স্তব্ধ হয়ে
মেঘলা আকাশে একপশলা বৃষ্টি হতো।
সাগর-নদী জোয়ারে পতিত হয়ে
খাল-বিল ডোবা শেওলায় ভাসতো।


রবি শস্যের ক্ষেত রোদেলায় ভিজে ভিজে
চৈত্রের দাবদাহে ফেঁটে চৌচির হতো।
কলমি লতা নুয়ে পড়ে বৃষ্টি চাইতো
বালিহাঁস ডিমগুলো হারিয়ে খুঁজতো।


যদি একদিন মুক্ত বিহঙ্গের মতন
আমি ডানা ঝাঁপটিয়ে ঝাঁপটিয়ে কুহু-কুহু
গাইতে পারতাম নব জাগরণের গান।
তবেই তোমার ঠিকানা খুঁজে বসন্ত ডেকে আনতাম
রেখে আসতাম একরাশ ভালবাসার দোপাঠ।


ডেকে আনতাম রাশি রাশি শুভ্র জলকণা
ভিজিয়ে দিতাম রবি শস্যের ক্ষেত।
উজ্জ্বীবিত করতাম কলমি লতা
খুঁজে পেত বালিহাঁস ডিম তার।  


যদি কোন একদিন তুমি আমায় ভালবাসতে  
তবে রাত হতো আলো দিন হতো কালো।  
এরপর হৃদয় খুঁড়ে বাসা বাঁধতাম জীবন হতো ধন্য
সন্ধ্যা তারার পেলব হাসি তোমার ঠোঁটে ফুটতো।