ফুল ফুটেছে কৃষ্ণ চূড়া
রক্তে ভেজা লাল।
শাখায় শাখায় শোভা
পাচ্ছে বৈশাখ কাল।

ডালে ডালে পাক পাখালি
উড়াল দিয়ে খাচ্ছে মধু রস।
তাই দেখে মন আনচান করে
অহর্নিশ বৈশাখ জ্যৈষ্ঠ মাস।

লালের সাথে হলুদ মেখে
মেলেছে পাঁপড়ী বাহারী রং।
থোকায় থোকায় মন কেড়েছে
গন্ধবিহীন কৃষ্ণচুড়া ঢং।

সবুজ পাতার আবরণে
খোলস মেলেছে কুড়ি।
তারই মাঝে লম্বা শিষে
চিত্র আঁকে বুড়ি।

আকাশ পানে মিতালী করে
সাজনা সাজে প্রকৃতি।
এইনা দেখে অহংকারে
ডালে বসে প্রজাপতি।

রংটা তার বাহারী অহংকার
নয়ন জুড়ায় পথিক।
ইচ্ছা করে দুষ্টু বালক
তুলে নেয় পিক।

শোভা ছাড়া আসে না কাজে
তবু রংটি তার বাহারী মিষ্টি।
এক নজরে মন কেড়ে নেয়
সৃষ্টি সেরার দৃষ্টি।