তোমার কপালের লাল টিপ না,
আমার হৃদয় জাগ্রত করে তোলে
শিহরিত করে প্রেম ফাগুন।


তারপর, তোমার কপালের টিপ
দেখতে দেখতে খুঁজে বেড়ায় লাল পদ্ম।


মনে পড়ে, চৌধুরীর দিঘীর ওই লাল পদ্ম
দেখতে দেখতে আমার হাত চেপে ধরতে আলতো।


তখন, ওই পদ্মের আবরণে তোমার কপালের লাল টিপ
আরো লালচে হয়ে উঠতো তোমার চোখ, মুখ।


এরপর, আমার বুকে আলতো মাখা রেখে বলতে
চলো হারিয়ে যায় ওই দিগন্তের নীলিমায়,
তোমার পাগলামী দেখে পাশে শিমুল গাছের
জোড়া শালিক কিচিমিচির শব্দে তোমার লাজ ভাঙ্গাতো।


তখন, তুমি লজ্জায় পদ্মের আবরণের মত
লাল হয়ে বলতে যা, দুষ্টু শালিক কোথাকার !


তোমার বুলির শব্দে চারিদিকে সন্ধ্যার ঘণ ঘাটা
সাজ সাজতো কুব পাখির মত
তোমার দুটি লালচে চোখ।


তখন, আরো লাল হয়ে উঠতো তোমার
কপালের টিপ শূল্কা নক্ষত্রের মত।