তারপর দীর্ঘ বিষক্ত নিঃশ্বাস ত্যাগ করে
ভাদ্রের দ্বাদশ জোছনার আলোয় ভিজে ভিজে
গ্রাম্য বালিকার মতন পৃথিবীর সরোবরে
অবগাহনে সাঁতরাতে সাঁতরাতে স্বপ্ন দেখি
শুন্য আকাশে বিস্তার শামিয়ানায় ডেকে আনি
সমুদ্রের ঢেউয়ে একদিন শাফি সমুদ্রকে।


শরতের সোনা রোদ্রের আলোয় খুঁজে পায়
একদিন রেষ্টুরেন্ট-এর ব্রেক ফাষ্ট পর্বে
সাহিত্য আসরে মানষপুত্র কবি
সনৎ কুমার কুন্ডু’র পোষ্ট লাইটে
এই প্রথম এক হলাম কবিতা।


তৎপর একটুকরো স্বস্তির নিঃশ্বাস
বিরাট একটা স্বস্তি পেলাম
হোসাইন নজরুল হকের সান্নিধ্যে
কবিতার ছন্দ অলংকারে
আমি নিত্য চন্দ্রিমার নিঃশব্দ
রূপালী জোছনায় নির্ঘুম চোখে
ভিজে ভিজে পবিত্র হয়ে উঠি।


মাধবীলতার গন্ধে আমি স্বপ্ন দেখি
জোছনার আলোয় ভিজে ভিজে
কবিতার খসড়া পঙ্তি মালা।