সুমনা, তুমি কি যাবে?
সেই ছোট্ট হরিহর নদী তীরে।
সেথায় বসে আজ করিব গল্প দু’জনে
সবুজে শ্যামলে আঁকা নির্জন মায়া ডোরে
না হয় উদসী হিয়া হারাব
আঁকা বাঁকা এই চিত্রায়িত ছোট্ট নদী নীরে
দুষ্টু ছেলে মেয়ের লুকোচুরি খেলাতে।


সুমনা, তুমিতো যাবে হরিহর নদী তীরে
নাও নাই, ডুঙ্গা নাই কেমনে পাঁড়ি দিবে?
জুয়ার নাই, ভাটা নাই কি আনন্দ পাবে?
মোহনা নাই, ঊর্মি নাই কাকে মিতালী করবে?


সুমনা, তুমি যদি যাও সেখানে
দেখবে উম্মুক্ত বলাকা এসে
ব্যর্থ প্রেমের গল্প শুনিয়ে
নারী হৃদয়ে কেমনে প্রেম নীড় বাঁধে।


সুমনা, তুমি চল পড়ন্ত বিকালে
প্রেমিক মেলা বসে সেখানে।
নয়নে নয়নে দুষ্টু যুবক ডাকবে বারে বারে
না হয় তুমিও হারিয়ে যাবে ওদের মাঝে
বলবো না জীবনানন্দর মত কবিতার পান্ডুলিপিতে।
তবে সাবধান ওরা তোমার ভালবাসা
ছিনিয়ে নেবে মৃদু মৃদু হেসে।