কুয়াশা পেরিয়ে শিশির স্নিগ্ধ প্রাতে
চপলহীন চরণে ছুটে যায় শহীদ স্মরণে।
পুষ্পের ঢালি সাজিয়ে কম্পিত কণ্ঠে
সামিল হই রাজপথে মিছিলে মিছিলে।


প্রভাত ফেরী শেষে শ্রদ্ধায় শ্রদ্ধায় স্মরণ করি
এক মিনিট নিরবতা শহিদ মিনারে।
তারপর বজ্রকণ্ঠে গীত গায় একই সুরে
‘আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।


এ আমার মাতৃভাষা বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা
অর্জনে লুণ্ঠিত বুকের তাজা রক্তে
নিঃশেষে দিয়েছে প্রাণ বাংলার ধামাল ছেলে
রফিক, শফিক, বরকত-সালাম নাম না জানা অনেকেই।


শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ মিনারে একুশ এলে
৫২’র ভাষা আন্দোলন পেলাম যাদের রক্তে
সালাম সালাম হাজার সালাম বীর বাঙালী শহীদের।