হুঁশিয়ার সাবধান হুইসেল নিশিকান্ত বাবুর
টর্চ উঁচিয়ে বল্লভ হাতে ছুটছে প্রান্ত থেকে প্রান্তর।


নিশাচর প্রাণীর মত চোখ দু’টো লাল ডগডগ
কলগার্লের মত লোক দেখলে ছুটে যায় কাছে তার।


বাবু কই থেকে এলেন, কই যাবেন
জিজ্ঞাসা একের পর এক তার?


সাবধান বাবু এখন গহীন রাত
চারিদিকে নিরব স্তব্ধ শুধু শো শো কার।


চাঁদের আলোটাও আজ বড় নিষ্ঠুর গোমড়ামুখি
জোনাকী মিটিমিটি জ্বলে ঝিঁ ঝিঁ হয় চলার সাথী।


রাত ভারী গা ছম ছম হুঁশিয়ার সাবধান
ওই প্রান্ত প্রহরী হুইসেল বাঁজিয়ে দেয় হাঁক।


জানের মায়া ভুলে জীবনের ঝুঁকি নিয়ে
আছি রাত্রি জাগা প্রহরী পেশায় সাবধান হুঁশিয়ার।


ওই প্রান্ত থেকে এ প্রান্ত পাহারায় দুই প্রহরী
মাঝে ফাঁকা ময়দান ওলিগলি সড়ক কাটা বাতি।


গেল রাতে চুরিতে খোয়া গেল স্বর্ণের দোকানটা
থানার নাক বরাবর লুট হলো নিরব কেন পুলিশটা ?


লুটের দায়ে হ্যান্ডকাপ পরিয়ে নিল হাজতখানা
নির্যাতন চালিয়ে জিজ্ঞাসা করে বাঁচিয়ে দিল জীবনটা।


ঝড় ছোবলে, বৃষ্টির কবলে, শীতের দাপটে, গরমের গ্রাসে
জীবনের নিরাপত্তা ত্যাগে প্রহরে রাখি অপরের জান-মালটা।


সাবধান হুঁশিয়ার নিশিকান্ত বাবুর হাঁকটা
টর্চ উঁচিয়ে বল্লভ হাতে ছুটেছে জীবনটা।