লাঠি হাতে শীত বুড়ি যায় কুড় কুড়ি
একটু রোদ পেলে বসে খায় গুড় মুড়ি
আরো খায় রস চিতায় পিঠে
পুতা পুতিনীদের কয় চড় পিটে।  


রস এলে ভোর বেলাতে হয় কাড়াকাড়ি
এইনা দেখে কুকুর ছানা আনন্দে গড়াগড়ি
গন্ধ পেয়ে বিড়াল বাচ্চা লাফ দেয় গায়
এই দেখে শীত বুড়ি চুলায় দেয় ছায়।


বুড়ি যাবে মেয়ের বাড়ি
সঙ্গে যাবে রসের হাড়ি
চিতায় কুলি হরেক রকম তাতে
লাঠি ধরা পুতনি রাফিশা সাথে।
    
সব চাওয়া পাওয়া ধুলিসাত হলে
রেগে বুড়ি দেয় গালি সূর্য উঠলে
কুয়াশায় ঢাকা অন্ধকার চারিদিকে
শীতের প্রকোপে চাদর রাখে আটকে।


বুড়ি যাবে রাফিশা যাবে, যাবে সাথে পন্ডিত
হেলে যাবে দুলে যাবে, যাবে পূর্ব পশ্চিম
রস যাবে ভাঁপা কুলি যাবে, যাবে মুড়ি
মেয়ের বাড়ি যেয়ে বুড়ি, ভাঙ্গবে হাড়ি।