তুমি নারী; আমি নর,
মুখোমুখি বসবার চির অম্লান সাধ!
সাধ বড়ই দূর্লভ কল্পনা
তবুও মুখোমুখি বসবার ব্যাকুল সাধনা ॥
তুমি স্নিগ্ধ শরতের কুহেলী ভেজা সোনা রোদ
আমি প্রাতরাঙ্গা শিউলী কুড়নো, তুমি নুপুর ছন্দ।
আমি ভাদ্রের দ্বিপ্রহরী মুখি সোনালী রবি
গগণ মুখি যাযাবর তোমাকে; আমি খুঁজি।


তুমি অভিজাত কুলের অভিষেক নারী,
আমি ললাট হীনা জন্ম মুসাফির জানি।
তুমি সজীব, সুগন্ধী পৃথিবীর মলয় প্রেমদায়ী,
আমি দূরন্ত দূর্লভ বসন্তহীনা প্রেমকামী ॥