তুমি চলে গেছ বহু দূরে-
আমি রয়ে গেছি এখানে।
তারপর কি তুমি কখনো জানতে চেয়েছো
কেমন আছি তুমিবিহীন নীরবে ?
এখানে নীরবতা নির্জন বলে,
বসে আছি একলা আপন মনে।
এমন সময় তুমি যদি এসে বসিতে
হৃদয় প্রেমের স্পন্দন নিয়ে আমার পাশে।
তোমায় নিয়ে লিখিতাম অনেক
কবিতা আজ দু’জনে।
আবৃত্তি করিতাম তোমার কোকিল কণ্ঠস্বরে।
এখানো তুমি আসনি বলে-
একা বসে আছি এই নির্জনে
ভাবছি তোমাকে নিয়ে উদস মনে।