মানবজাতি মেরুদণ্ডী
বলছে যে কোন বোকা?
বয়স বৃদ্ধির সাথে সাথে
খুলছে কশেরুকা।
বিবর্তনের নতুন ধাপে
হচ্ছে মানুষ কেঁচো,
সুযোগ পেলে সস্তাদামে
মেরুদণ্ড বেচো।
ডারউইন থাকলে বলতো
নতুন তত্ত্ব চাই,
কেঁচো হল মানবজাতির
আসল জ্ঞাতি ভাই।
বানর হল উন্নত 'গণ'
মানুষ বরং নিচে,
কেঁচো-মানুষ জেনেটিক কোড
আছে মিলেমিশে।
কর্ডাটা নই আমিও
চিন্তা শুধু মাথায়,
কশেরুকা যাই সাজিয়ে
মলাট বাধা খাতায়।
কেঁচোর মাঝে আজো কতক
মানুষ আছে খাড়া,
তাকিয়ে দেখি পিছনপানে
শক্ত শিরদাঁড়া।
এঁরাই তবে স্তম্ভ তাবুর
বিরূপ প্রকৃতিতে,
বাঁচতে হলে নাও যত্ন
গ্রীষ্ম কিংবা শীতে।


রাত ৮ টা ৫৫
আগস্ট ২৮, ২০১৭
সিলেট।