গঙ্গাফড়িং, গুবরে পোকা,
আমায় তোরা ভাবিস বোকা?
টুকটুকি আর হালুম ছানা,
আজ হারাতে নেই যে মানা।
হুতোম পেঁচা, হুলোবেড়াল,
সাতটা কুমির আর চালাক শেয়াল।
পাবদা, পুটি, বোয়াল-চ্যাং,
লাফিয়ে ওরে আয় কোলাব্যাঙ।
ঘুরতে এলে আমার বাড়ি,
গল্প তোদের বলতে পারি।
গোঁফওয়ালা এক রাজা আছে,
যুদ্ধে গিয়ে শুধুই হাসে।
খিল ধরেছে দাঁতের পাটি,
এ কি, দেখি দাঁতকপাটি!
ওহে মন্ত্রী,  বদ্যি ডাকো,
মোদের রাজা বাঁচবে নাকো?
বেহুশ রাজা, হুশ এলে তাই,
কী মহাশয়? শুধায় সবাই।
রাজা কহেন, চড়বি শূলে,
বল দেখি কে সুড়সুড়ি  দিলে?


বিকাল ৫ টা
নভেম্বর ২৯, ২০১৯
কোম্পানীগঞ্জ, সিলেট।