আমি ডুবে যেতে দেখেছি নিজেকে
তোর মন অতলের অতলে,
যতই গভিরে যাই
আরো গভীরে যেতে চাই।
আমি মিশে যেতে দেখেছি মনটাকে
কত দুষ্ট বাহানায় মিশে যেত তোর নিশ্বাসে,
যতই মিশে যাই
আরো মিশে যেতে চাই,,,
তোর মিষ্টি ঠোঁটে দৃষ্টি আমার-
বৃষ্টির জল নিচ্ছে ধুয়ে চোখের কালো রং,
এলো চুলে সব শর্ত ভুলে
এভুলেই দেখছি আমার
নিঃস্ব হবার কারন,,,
আর কত ভাগে খন্ড হবো-
হবো কোথায় কোথায়
আমি নিরুদ্দেশ,
তোর দস্যি প্রেমে যাচ্ছি মরে
আর কত ভাবে করবো
নিজের সর্বনাশ।


চুপটি করে মিষ্টি সুরে
দিচ্ছি মনে তোর ঝড় তুলে
আলতো করে যাই ছুঁয়ে
আঙুল আঙুলে-
একটুও তুই আনমনে হলে।
জোনাক হতে চাইছে মন
তোর হাতের মুঠোতে-
কোন চমৎকার হলে বল
মিশবো তোর হাসিতে,
এতটা পাগলামি বাড়ছে কেন
মনের ভিতরে?
ইচ্ছেই কেন যাইনা হয়ে
তোর দুষ্ট স্বভাবে।


দস্যি বৃষ্টি গেলো ছুঁয়ে
তোর সারা গায়,
হিংসেতে মন যাচ্ছে মরে
যদি বৃষ্টি হয়ে জন্মাতাম।
চুলে গোজা লাল ফুলে
জানিনা প্রজাপতি কি চায়?
ক্ষ্যাপাটে মন ভাংছে অকারন
যদি প্রজাপতি হতাম।
নদী হতে চাইছে মন
তোর পরশ ভরা স্নানে
চাঁদ হবো নাকি জোছনা হলে-
টানবি তোর মনে,
কতটা আর লাগে বাঁচতে
একটা জিবনে বল
মানুষ হয়েই চাইছি তোকে
এইতো শেষ সম্বল।


(২০১৮ সালের দিকে লেখা )