আর একবার দেখি তোমায়
ডাকবোনা আর কখনো কোনদিনও
কথা দিলাম কসম খোদার!
এলোমেলো চুলগুলো এলোমেলোই থাক,
মেঘের সাথেই খেলুক লুকোচুরি মেঘের ভেতর
বাতাসকে ফাঁকি দিয়ে এ'চোখ পেরিয়ে ও'চোখ।


অবাক তাকিয়ে চুপচাপ
চুপচাপ নিরবতা,আর নিরবতার খেলা।
শরীর কাপছে নিষেধ মানছেনা
টলমল জল ডুবে যাচ্ছে চোখ
লুকাতে তুমি,তুমিও তো পারলেনা।
অনুমতি চাইছি,অনুমতি দাও!
অনুমতি দাও!
মুছে জল দু'হাতে
ছুঁতে চাওয়ার অজুহাতে
আয়!এ মুহূর্তটাকে সাক্ষী করে রাখি,,,অসমাপ্ত!
শেষ চুমুটা দিচ্ছি তোমার কপালে তবু কাপছে বুক প্রথমবারের মত,-হচ্ছি আমি আহত।


ঝগড়া নয় কথা মত
তোমার আমার ব্যথা যত আপোষহীন আপোষেই
আজ যা খুশি তুমি চাইতে পারো
পরিনাম কি হবে খুজবোনা।
ভালোবাসার হিসাব নিকাসে যোগফল যাইহোক হিসাবটা চাইবোনা।
অন্ধকার নামছে ঘনিয়ে এ জীবনকে ঘিরে শুধু সময়টা বাধা মানছেনা,
আকুল আগ্রহে জরিয়ে ধরার আফসোসে কান্নাটাকে আটকাতে তুমি,তুমিও পারলেনা তো!
আয়!এই সন্ধ্যাটাকে সাক্ষী করে রাখি,,অসমাপ্ত!
শেষবারের মত ধরছি জড়িয়ে তবু কাঁপছে বুক প্রথমবারের মত,-হচ্ছি আমি আহত।