বাঁশ বাগানের মাথার উপ্রে চাঁদ,
পেত্নীর কোলে।
বিলাই।এমনি এমনি গাছে উঠেনা।
বাঁশ গাছে উঠতে পারেনা।
-গল্পগুজব,ভাবসাব,আলাপসালাপ করতে জানেনা
তাদের প্রেমও জমেনা।
প্রেমটা স্বর্গীয়।
পেত্নী,চাঁদ,বাঁশ,বিলাই কেউই যাবে স্বর্গে!
-জানিনা।স্বর্গ আছে?স্বর্গে প্রেম আছে?


ভাতের অভাবে মরেনা মানুষ এখন
মরে স্বভাবের অভাবে।
আত্মহত্যা?খুন?
বিষ।কেউ ইচ্ছা কইরা খায়,মরে-কেউ খাবারে মিশায়,মানুষ মারে।
ফাঁসি।কাউরে জোর কইরা দেয়-কেউ গাছ,বারান্দার গ্রীল,সিলিং ফ্যানএ গামছা,ওড়না জড়ায়া ঝুইলা পরে।
গলায় কলসি বাইন্দা নদীতে ঝাপ দেয় কেউ?
রক্তে ইবলিশ নাই কার?
ফেরস্তা সবাই?দুধে ধোয়া তুলশী পাতা?
আজাব।এমনি এমনি আসে না।
দেয়।
সৃষ্টিকর্তা অতি অল্পতে রাগেনা।
-ক্ষমাই বেশী করে।