জীবন চলার পথে
বন্ধু ভীষণ প্রয়োজন।
তবে কিছু বন্ধু থাকবে
যাদের সংসর্গ ত্যাগ প্রয়োজন।
সুবিধাবাদী কিছু বন্ধু আছে
যারা স্বার্থের জন্য দেয় সঙ্গ
এদের সাথে বন্ধুত্ব থাকবে
থাকবেনা কোনো অন্তরঙ্গ।
কথা না রাখা বন্ধু
এ সমাজে নাই অভাব
ব্যস্ত থাকার অজুহাত দেয়া
তাদের অন্যতম স্বভাব।
প্রতিযোগী কিছু বন্ধু আছে
কঠোর পরিশ্রম যাদের স্বভাব
জীবন হচ্ছে সহযোগিতার নাম
সুস্থ প্রতিযোগিতার বড়ই অভাব।
হতাশায় ভোগা বন্ধু আসে
প্রত্যেকের জীবনেই
অলসতা চলে আসে
তাদের মাধ্যমেই।
অযাচিত বন্ধু ধরে
আসল বন্ধুর ভান
আপন স্বার্থ ফুরিয়ে গেলে
আপনাকে চিনবে না ভাইজান।
আবেগ তাড়িত বন্ধু যারা
মানসিক ভাবে আঁকড়ে রাখতে চায়
অন্যের সাথে দেখলেই আপনাকে
ভোগে নিরাপত্তাহীনতায়।
নিয়ন্ত্রক কিছু বন্ধু আছে
যারা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে চায়
এদের চিন্তাধারায় প্রভাবিত হওয়ার
কোন প্রয়োজন নাই।
পরচর্চাকারী বন্ধু যারা
অন্যের সমালোচনা করে
আপনার পেছনে ছুরি বসানোর
কাজটি তারাই করে।
তবুও বন্ধু সবার জীবনে
অপরিহার্য এক অংশ
সঠিক বন্ধু খুঁজতে না জানলে
জীবন হবে ধ্বংস।