ধনী যদি হতে চাও
হও অল্পে তুষ্টি।
সম্মানী হতে চাও
মানুষের কাছে না চেয়ে
মালিকের কাছে চাও
মনে থাকবে সন্তুষ্টি।
জ্ঞানী যদি হতে চাও অনেক বড়
আল্লাহ ভীরুতা অবলম্বন কর।
মানুষের উপকারে সঁপে দাও প্রাণ
ভালো মানুষ হবে তুমি হাদীসে প্রমাণ।
আল্লাহর উপর ভরসা করো সকল অবস্থায়
শক্তিশালী হবে তুমি
হারার ভয় নাই‌।
আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পেতে হলে
বেশি করে জিকির কর মন প্রাণ খুলে।
রিজিকে প্রশস্ততা যদি আমরা চায়
সর্বদা থাকতে হবে পবিত্র অবস্থায়।
ঈমানের পূর্ণতা সকলেই চায়
চরিত্রবান হওয়া ব্যতীত বিকল্প উপায় নাই‌।
দুনিয়া আখেরাতে যদি সফলতা চাও
কোরআন হাদিস মাফিক জীবনটা চালাও।