দেখিনু যেদিন,
কাশের চাদর জড়ায়ে, বনমালার মুখ,
বুঝিলাম, মায়ার বাঁধনে বাঁধিছে মোরে,
রাঙিয়াছে আকাশের বুক।
দেখিনু সেদিন,
হাসিয়াছে প্রান্তর, নাচিছে বাগানপাড়া,
কৃষ্ণ মেঘের চিঠি আসিয়াছে,
কাঁদিছে তাহাকে ছাড়া।
দেখিনু তারে,
গোলাপের দল স্বাগত জানায় নুয়ে,
বাতাসে নামিছে অবাধ টহল
তাহারি আঙুল ছুঁয়ে।
দেখিনু কভু,
প্রজাপতি ওড়ে তাহারি গন্ধ মেখে,
অমাবস্যা কাটিয়া চন্দ্রিমা আসি
আঁখি মেলিয়া দেখে।
দেখিনু চাহি,
তাহার যাদু, ভুবন ভুলানো হাসি,
কৃষ্ণ রাধার প্রেম ভুলিয়া
বাজায় ভিন্ন বাঁশি।


১৮-০৭-২০১৬