সংবিধানের ১০৩ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী
আমার ফাঁসি দেওয়া হবে।
রোজ সকাল ৯ টা ৫৯ মিনিটে একবার করে,
একবার করে কেয়ামত পর্যন্ত।
এই শহরে ঘুড়ি উড়ানোর দায়ে
আমার ফাঁসি কার্যকর হয়েছে।
এই শহরে ঘুড়ি উড়ানো নিষেধ
ঘুড়ি উড়ালে আকাশ হাসে,
এই শহরে হাসা নিষেধ
হাসলে হৃদয় অধিকার চায়।
মৃত কুকুরের জন্যে কাঁদার দায়ে
আমার ফাঁসি কার্যকর হয়েছে।
এই শহরে কাঁদা নিষেধ
কাঁদলে আকাশ বৃষ্টি নামায়,
এই শহরে বৃষ্টিতে ভেজা নিষেধ
ভিজলে হৃদয় বিদ্রোহী হয়।
এক দাঁড়-কাকের সাথে বাক্যালাপের দায়ে
আমার ফাঁসি কার্যকর হয়েছে।
এই শহরে কথা বলা নিষেধ
কথা বললে আকাশ শুনে,
এই শহরে শুনা নিষেধ
শুনলে হৃদয় ব্যথিত হয়।
এক শ্রমিকের সাথে চা পানের দায়ে
আমার ফাঁসি কার্যকর হয়েছে।
এই শহরে শ্রমিকের সাথে মিশা নিষেধ
মিশলে আকাশ দেখে যায়,
এই শহরে আকাশের দেখা নিষেধ
দেখলে হৃদয় রেগে যায়।
প্রিয় সুধী, আবারো বলছি,
সংবিধানের ১০৩ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী
আমার ফাঁসি দেওয়া হবে।
রোজ সকাল ৯ টা ৫৯ মিনিটে একবার করে,
একবার করে কেয়ামত পর্যন্ত।
আপনারা সবাই আমন্ত্রিত।


০৫-০২-১৮, সোমবার।