এই শহরে বেঁচে আছি আমি,
যতটুকু হলে বেঁচে থাকা যায়?
নিঃশ্বাস প্রশ্বাসের নিকট আমার অনেক দায়।
যতটুকু কাপড় হলে লজ্জা ঢাকা যায়?
ঠিক ততটুকু নিয়েই বেঁচে আছি।
বেঁচে আছি এই যান্ত্রিক মানুষগুলোর ভীরে,
যতটুকু হলে অন্তত মানুষ হওয়া যায়?
নীল আকাশের নিকট আমার অনেক দায়।
যতটুকু আলো হলে দেখতে পাওয়া যায়?
ঠিক ততোটুকু নিয়েই বেঁচে আছি।
আমি মরতে পারিনা বলেই বেঁচে আছি।
তবুতো বেঁচে আছি! বেঁচে থাকা যায়।


২৫-০১-১৮, বৃহস্পতিবার।