এই শহরের অলিতে গলিতে ঘুরে
সারাটা দিন সুখ খুঁজে বেড়িয়েছি,
ক্লান্ত হয়ে একটুখানি বিশ্রাম নিয়েছি
রাস্তার পাশের ফাঁকা বেঞ্চিটাতে বসে।


গোধূলি বেলায় পড়ন্ত সূর্য দেখে
এক চামচ ভালবাসার আশা করেছি,
অমাবস্যায় বালুচরে একা রাত কাটিয়েছি
হতাশার চাদর গায়ে জড়িয়ে দিয়ে।


বসন্ত বিকেলে নদীর তীরে এসে
একা একা রংধনু দেখতে চেয়েছি,
ধূসর আলোটার দিকে তাকিয়ে থেকেছি
সাতরঙা সেই বৃত্তটাকে উপেক্ষা করে।


কাঠফাঁটা রোদের মাঝেও চোখ বুঝে
এক চিলতে হাসির জন্য অপেক্ষা করেছি,
তারপর বাড়ির পথ ধরে হেঁটেছি
শত বেদনার চাপা কান্না শুনতে পেয়ে।


কিন্তু আজ হঠাৎ নিস্তব্ধতা ভেঙ্গে
সুখ খুঁজে পেয়েছি মায়ের চোখে,
প্রিয়তমার এলোচুলে ভালবাসা পেয়েছি,
রংধনু দেখেছি বাবার ঘামে ভেজা শার্টে,
বোনের শুষ্ক ঠোঁটে একচিলতে হাসি দেখেছি।
আর, আর দেখেছি,
ডায়রির ছেঁড়া পাতায় লেখা দু'টি শব্দ,
"স্বপ্ন, স্বপ্ন!"


০৫ জুলাই, ২০১৬