ঝরে যায় অমূল্য জান প্রতিদিন
রাস্তায়
যানের চাপায়
মানুষের জীবন যেনো মশা-মাছির
কিংবা 'কিছুই না'


পিষে যায় প্রতিদিন যন্ত্র-দানব
এক একটা তাজা প্রাণ
যায় হয়ে নিথর মুহূর্তে
বীভৎস লাশ হয়ে ফেরে স্বজনের কাছে
আহা! প্রাণের কী নিদারুণ অপচয়!!


অথচ
কারো কোনো দায় নেই
নেই কোনো মাথাব্যথা
প্রতিদিন লাশ বাড়ে
ক্রমান্বয়ে বর্ধিত হয়।


'নিরাপদ সড়ক চাই'
চিৎকার পৌঁছে না
যেখানে প্রয়োজন।


এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
ভ্রূক্ষেপ নেই কারো!!


সভ্যতা সভ্যতা বলে চিৎকার আমাদের
অধিকার আদায়ে ব্যস্ত সুশীল
আইনতো তার নিজস্ব গতিতেই!!


জীবনের কি নেই অধিকার এতোটুকু
স্বাভাবিক মৃত্যুর (??)


এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে ঘরে ফেরে
মানুষের জীবন মশা-মাছির
নাকি 'কিছুই না' কিছু!!


এক একটা তাজা প্রাণ
লাশ হয়ে যায়
সংখ্যা দীর্ঘতর ক্রমশঃ
............নেই প্রতিকার।।


##২০১৪০৫০৯##