শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি
বলে লোকে জানি
শ্বশুরবাড়ি নিয়েই আবার
হরেক কানাকানি।


শ্বশুরবাড়ি পেয়ে কেউবা
যায় ভুলে যায় বাড়ি
শ্বশুর-স্বজন মাথায় থাকে
মা-বাবার শূন্য হাঁড়ি।


শ্বশুরবাড়ির যৌতুকে কেউ
হাঁকায় দামি গাড়ি
ভাই যে পায় না পড়ার খরচ
খবর যে নেই তারি।


বিয়ে করে কেউবা আবার
ঘর-জামাই-এর পদ ধরে
স্বার্থপর হয়ে সে খুব
স্ট্যাটাস রাখতে মদ ধরে।


শ্বশুরবাড়ি পর নয় জেনো
কাছের সেতো আত্মীয়
বউয়ের স্বজন, নিজের সুজন
ভাবতে নেইতো ব্যত্যয়।


শ্বশুরবাড়ি নিজের বাড়ি
ইতর বিশেষ নেই কোনো
বিবেকটাকে সজাগ রেখে
শুদ্ধ সুখের জাল বুনো।


##২০১৪০৫১৩##