তোমার প্রতীক্ষায় আমার নিরন্তর অভিসার
দশ আলোকবর্ষ দাঁড়িয়ে ঠায়,
স্নিগ্ধ সকাল
ব্যতিব্যস্ত ঘোড়-দুপুর
বাদামি কফি-বিকেল
মুখরা ঝিঁঝিঁ-সন্ধ্যে
কিংবা
স্বেদাক্ত দীর্ঘরাত
কিছুই পারে না ছুঁতে আমাকে
আমার কোনো বয়েস বাড়ে না
স্থির আছি
আসি বলে ঠিক যেখানে রেখে গে’ছিলে
তোমার প্রতীক্ষায় আমি আগের মতোই আজো
আমার এ অভিসারে
আসবেতো তুমি মাধবীলতা