মা আমি যাচ্ছি চলে
অচেনা কোন এক গাঁয়,
যে পথে হাটলে আর কেউ
দোষ দেবেনা মোর ঘায় ।।


রোজ আমি খেলতাম গিয়ে
মোর গাঁয়ের এক মাঠে,
তাই দেখে রোজ লোকেরা আমায়
শাসাত গাঁয়ের হাটে ।।


দুষ্টুমিতে ছিলাম পাকা
ঘুরতাম সারা বেলা,
তাই দেখে গ্রামের সবাই
করত মোরে অবহেলা ।।


বাবাকে গিয়ে বলত সবাই
কি করে ঐ ছেলে,
সারাদিন দেখি ঘুরে বেড়ায়
বাগান বাড়ীর ঝিলে ।।


বাবা: কাজ নেই তবু, দোষ কি তাহার
সময় ‘ত’ তার রসের,
ঘুরে বেড়াতে এমন কিছু-ই
দেখি নাতো তার দোষের ।।


সবাই বলত তারা তারি তুই
এই গ্রামটা ছাড়,
নাহলে একদিন ভেঙ্গে দেব তোর
হাত-পা কিংবা ঘাড় ।।


কারণ আমি বেকার ছিলাম
ইন্টার-ডিগ্রী শেষ,
চাকরি নেই তাই বসে খাচ্ছি
তবু অতিষ্ট আজ দেশ ।।


অবজ্ঞার চোখে দেখতো সবাই
কারণ আমি বেকার,
আমার মত শিক্ষিত যারা
তারা কি শান্তিতে ছিল আর ।।


তাই একদিন ঘুম থেকে খুব
ওঠলাম অনেক সকালে,
মাকে ডেকে বললাম
‘মা’ আমি যাচ্ছি চলে ।।



প্রকাশ-১৮/০৯/২০১৪