চাহিলেই তাহারে পারিতাম বাবা
করিতে মোর গৃহের ঘরণী,
কারণ করিনি বাবা ঋনি তোমার
তুমিই দেখালে সবুজ শ্যামল ধরণী।


আমারি 'ত' ছিল যৌবন
কখনো করিনি আলিঙ্গনে পদার্পণ,
কারণ বাবা তুমিই দেখালে
ভালোবাসার অনন্ত ভূবন


আমি অনুভব করিতেছি
মোর হৃদয়ের আর্তনাদ,
কভু কহিনু বাপু হৃদয়ের ব্যাথা
কারণ আমি যে তোমাতে উম্মাদ।


মোর হৃদয়ে চাপিয়াছি 'আলো' র ছবি
কুঁপিতে ও দেখিবে না কেই
তুমি জাননা হৃদয়ে আছে বাপু
গহিণ জলরাশির ঢেউ।


আমি হারিয়া গিয়াছি গহিন  প্রেমে
ভালোবাসেনি মোরে কেউ
আজি বাপু বহিয়াছে হৃদয়ে
উজান ভাটার ঢেউ।


আজি তোরে ছিনিয়াছি বাপু
গুরিয়া ধরিত্রীর পার-ওপারে,
তোরি প্রেমে নোয়ায় মাথা
শয্যাতেও এত ভালোবাসিস মোরে।


রচনাকালঃ- ২৫/১১/২০১৫


উৎসর্গঃ বাবা