আবার  আসিত যদি ফিরে
চাঞ্চল্যতায় ফেলে আসা সেই বেলা,
খুব শীঘ্রই উচ্চারন করিতাম
মনের শত জ্বালা।


রহিলো যত স্মৃতি আমার
রহিলো শত মনের কথা,
কহিতে পারিনি দুরত্বই আমার
একমাত্র পথের বাঁধা।


শৈশবে আমি স্বপ্ন দেখেছি
বানিয়াছি নিয়া তারে দৃশ্য, কবিতা, গান,
তারি এক ভাষ্যে মোর আজ
নিস্তব্দতায় হাহাকারে ভাঙ্গে প্রাণ।


বহুদিন তারে দেখিনি মোর আঙ্গিনায়
নিদ্রায় আসিয়া নিত্য ক'ত কথা,
হৃদ যন্ত্রনায় চটপট করেছি
চোখেরি জলে ভিজেছে কাঁথা।


কেনই বা তুমি হারিয়া গেলে
করিয়া মোরে একা,
শত বেদনা, ক্রন্দন, হুতাশের মাঝে করি দোয়া
হেথায় যেন পাও তুমি স্বর্গ সুখের দেখা।