ভূখন্ডকে করিয়া খন্ড
মেঘনা বাছাইছে আপন প্রাণ,
দক্ষিনের পারে তুমি বাঁধিয়াছ ঘর
এপারে আমি গাইছি বিরহ গান,
আজ তোমার হ্যাপি ম্যারিজ ডে-ওয়ান।


''পঁচিশ-এগার' ফিফটিন" সন্ধায়
পাগল'রে বাঁধিছ পিরিতের ডোরে,
ফিফটিনে আসিয়া সিক্সটিনেও আজি
বিরহ ছাড়েনি মোরে।
সে হতে এ'অব্দি লিখছি কবিতা, গান
চাহিয়া দেখি আজ পড়িছে কাগজের বড় টান,
আজ তোমারে জানাই হ্যাপি ম্যারিজ ডে-ওয়ান।


এতই বাড়িছে বিরহ ব্যাথ্যা
এ শুধু থামাই তে পারে কলম আর খাতা,
কদিন আগেও চোখেরি জল ছিল প্রবাহমান
সময়ের দুরত্বে আজি তার ধরিয়াছে টান।
তবু তোমারে জানাই হ্যাপি ম্যারিজ ডে-ওয়ান ।


তুমি ছাড়িয়াছ মোরে এতে নাই অভিমান
বছর পুরিয়া গেছে দেখিনি,
"কহনি কথা" এ যে বড় ব্যবধান।
"রহিয়াছ সুখে শুনি খুশি মোর ম'ন প্রাণ"
এ সহজ কথা নয়! সঠিক তোমার সমাধান।
আমি যে এও পারিবার নয়, তোমার বাড়ুক সম্মান,
বিদায় হ্যাপি ম্যারিজ ডে-ওয়ান।