দিনের শুরু নিদ্রা ত্যাগে
ইচ্ছে কভু হয় না,
হৃদয় বলে এত যাতনা;
সত্যি যে আর স্বয় না।


লক্ষ স্থির কর্ম স্থলে
সময় মত যাওয়া,
তাড়াহুড়োয় রান্না তৈরি;
যেমন তেমন খাওয়া।


শত ভিড় উপেক্ষা করে
যেতে হয় অফিসে,
শুরু হয় ব্যস্ততার যাত্রা;
সকলের সাথে মিশে।


কর্মে নেই কোন অবহেলা
কত কথা আসে শ্রবণে,
সুমধুর কিছু জোটে না যেন;
কালো দাগ কাটে মনে ৷


ভেঙ্গে যাওয়া এই হৃদয় নিয়ে
চলতে থাকে ব্যস্ত দিন,
সুখের কোন দেখা মেলেনা;
অক্লান্ত পরিশ্রম হীন।


জীবন যেখানে সর্বস্ব ত্যাগে
এ কেমন ধরনীর প্রথা?
মিছে দুনিয়ার লোভনীয় ফাঁদে ;
কেন এই ব্যস্ততা?