হৃদয় আঙ্গিনায় যে
বেঁধেছে বাসা,
সে যে আর কেউ নয়;
আমারি বিপাশা।


চলেছে মন সন্ধানে তার
হয়নি তবু দেখা,
অপেক্ষায় পথ চাহিয়া আছি;
নির্জনেতে একা।


মন ফড়িংয়ের মত সে যে
হৃদ মাঝারে উড়ছে,
ভাবনায় মন উদাসীন;
যেন কষ্টগুলো পুড়ছে।


নিশি রাতে ঘুম আসে না
শুধু তাকে মনে পড়ে,
নিস্তব্ধ চারিপাশ টা;
আমি একেলা ঘরে।


ভাবনাতে ডুবে থেকে
রাত্রি হইলো ভোর,
প্রভাতে উঠিয়া দেখি;
কাটেনি যে ঘোর।


তার রূপ না দেখা চরিত্রটি
হৃদয় মাঝে ভাসে,
আপন করে নেব তাকে;
রাখবো আমার পাশে।


অবশেষে যখন কর্ম চাপে
ভাবনা গেল দূরে,
হৃদ মাঝারে প্রেম পাখিটা;
চললো বিপাশার খোঁজে উড়ে।


বিদ্রঃ বাকি অংশ পরবর্তী পর্বে