একি শ্রবণ করিলাম!
ভেঙ্গে গেল মন,
অশ্রু ঝরা নয়ন বলে;
আর কাঁদবো কতক্ষণ?


বুকভরা কত আশা ছিল
স্বপ্ন ছিল মনে,
বাঁধবো বাসা তাঁকে নিয়ে;
সে হবে আমার কনে।


স্বপ্ন পূরণ হলো না করল সবাই ছলনা
এই ছিল কি লেখা?
মন্দ কপাল সঙ্গে থাকায়;
হলো না তাই দেখা।


আর নীল আকাশে দেখবেনা কেউ
জ্যোৎস্না ভরা আলো,
বর্ষার মেঘ জমবে শুধু;
আকাশ থাকবে কালো।


আমি হারিয়ে যাব অনেক দূরে
কেউ খুঁজে আর পাবেনা,
সে যতই ডাকুক মন পাড়াতে;
এই মন কখনো যাবে না।


বিদ্রঃ বাকি অংশ ৫ম পর্বে দেখুন...