শীতল মনে জমছে বরফ
পাহাড় পরিমাণ,
কষ্টে আজ কাঁদছে হৃদয়;
একি প্রেমের টান?


বরফ জমা হৃদয়টা আজ
গলতে শুরু করেছে,
হার্ট আর ফুসফুসেতে;
রক্ত-জমাট ধরেছে।


হয়তো আর বাঁচবো না
বিপাশার জন্য,
হতে আর পারলাম না;
তাকে ছাড়া ধন্য।


সে সুখে থাকুক ভালো থাকুক
পার্থনা করিলাম,
সব সাজানো স্বপ্ন ধ্বংস হল;
যেন আকাশ থেকে পড়িলাম।


সমুদ্রের সেই তলদেশে
আমি তলিয়ে যাচ্ছি,
দেহের সব ক্ষতবিক্ষত;
শুধু আঘাতই পাচ্ছি ।


আর সইতে নাহি পারিলাম
এত কষ্টের চাপ,
বুকে আগুনের তাপ বেড়ে যাওয়াই;
সব পুড়ে হইলো ছাফ।


*** সমাপ্ত ***